লেনিন জাফর,. মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে সরকারি ফান্ডে যাকাত আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা যাকাত বোর্ডের সভাপতি রাখী ব্যানার্জী।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তাসনিম ফেরদৌসি মিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সহ-কেয়ারটেকার সাংবাদিক জিয়াউর রহমান।
শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নাকোল হাজী আকমল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূর ইসলাম, ঘাসিয়াড়া দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুর রহমান, কুপুড়িয়া জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান হোসাইন, গণশিক্ষার শিক্ষক মসলেম উদ্দিন, হাফেজ মাঃ আবদুর রাজ্জাক, মাওলানা সাজিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা যাকাতে গুরুত্ব ও তাৎপর্য ও গুরুত্ব তুলে ধওে সমাজের বিত্তবান ও যাকাত প্রদানকারী সকল ব্যক্তিকে সরকারি যাকাত ফান্ডে অর্থ জমা দেওয়ার আহবান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের খতিব, ইমাম, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।